ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৬:২১ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১৬:২২

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গণভবনে এই সাক্ষাৎ ও বৈঠক করবেন তাঁরা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাত পর্যন্ত ধারাবাহিক বৈঠক করবেন উজরা জেয়া। এর মধ্যে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি।

সারাদিনের অন্য ব্যস্ততা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তাঁর নৈশভোজ করার কথা রয়েছে।

আরও পড়ুন

×