ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও নীতি চূড়ান্তের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও নীতি চূড়ান্তের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও নীতি চূড়ান্তের দাবিতে কর্মসূচি। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৫:২৫

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন ও নীতি চূড়ান্তের দাবিতে সোমবার ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) যৌথভাবে এক কর্মসূচির আয়োজন করেছে। ধানমন্ডি আবাহনী মাঠ সম্মুখে ‘তামাক কোম্পানির প্রভাব প্রতিহত করতে আইন ও নীতিসমূহ দ্রুত চূড়ান্ত করা হোক’ প্রতিপাদ্যে কর্মসূচিটি পালিত হয়। 

কর্মসূচিতে বক্তারা জানান, তামাকের স্বপক্ষে যুক্তি দিতে কোম্পানিগুলো জনগণ ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিজ্ঞাপনের মাধ্যমে কোম্পানি তামাক ও তামাকজাত পণ্যের বিক্রি বৃদ্ধি ও এটাকে ভোগ্য পণ্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। 

বক্তারা দাবি করেন, তামাক ব্যবহার নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধনের খসড়া প্রস্তাবে দেড় শতাধিক সংসদ সদস্য ও ১৬ হাজার সাধারন জনগণ মত দিয়েছন। কিন্তু আইন সংশোধন নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। 

কর্মসূচি থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ে নিজস্ব আচরণ বিধি প্রণয়নের দাবি জানানো হয় । তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন পাশসহ সহায়ক নীতি চূড়ান্তের দাবিও ওঠে। 

অবস্থান কর্মসূচিতে অংশ নেয় নাটাব, শূচীতা, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থা, কসমস, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম, এক্টিভেট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, শীল্ড, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, অপ্সরি ওয়েম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দিশারি মহিলা কল্যাণ সমিতি, শিউলী মহিলা উন্নয়ন সংস্থা, ইনস্টিটিউট অফ ওয়েলবিইং ও ডাব্লিউবিবি-এর কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×