গ্রাহকের অর্থ আত্মসাৎ
আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান সস্ত্রীক কারাগারে

আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান তাজুল ইসলামকে নিয়ে যাচ্ছেন পুলিশের একজন সদস্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:০৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:০৫
গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে মামলায় আজিজ কো-অপারেটিভ কর্মাস অ্যান্ড ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান তাজুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন আবেদন না মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন বুধবার এ আদেশ দেন। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
২ লাখ ৫৫ হাজার আমানতের টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাজুল ও তার স্ত্রী আফরোজাসহ ১১ জনকে আসামি করে মামলা করেন রাজধানীর কাফরুলের বাসিন্দা ফেরদৌসি নাহার। লভ্যাংশসহ আসামিরা তাকে কোনো টাকা ফেরত দেয়নি এবং নানা টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে আসামিরা বাদীকে হুমকি দিতে শুরু করেন।
- বিষয় :
- অর্থ আত্মসাৎ
- মামলা
- কারাগার