ফরিদপুরের প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের নিন্দা ঐক্য পরিষদের

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৯
ফরিদপুর রাজেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী প্রান্ত মিত্র হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, প্রান্ত মিত্র হাসপাতালে তার এক বন্ধুর বোনকে রক্তদান করতে গিয়ে সোমবার গভীর রাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার দাবি করেন নেতারা।