প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া মারা গেছেন

এম শাহজাহান মিয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৯:০৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৯:০৫
মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া (৮০) মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
প্রবীণ এই সাংবাদিক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তাঁকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে দাফন করা হবে।
শাহজাহান মিয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
- বিষয় :
- শোক সংবাদ
- শাহজাহান মিয়া