ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয়: উপাচার্য

ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয়: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. মো. আখতারুজ্জামান— ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯ | ১২:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, 'ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ' শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর শ্রম, সময়, প্রয়াস ও মেধার যে খরচ হয়েছে তার প্রতি আমি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার কোনো এখতিয়ার আমার নেই।'

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করার এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মেনে নেবে না বলেও এ সময় উল্লেখ করে তিনি।

এর আগে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খান, এ আর এম আসিফুর রহমানসহ ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেলের প্রার্থীরা। পুনর্নির্বাচনের তারা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন।

আরও পড়ুন

×