অনশনরত ৭ কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ২১:৪৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ২১:৪৩
সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের একদল শিক্ষার্থী। রোববার দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন। এরপর বিকেল ৫টার দিকে পুলিশ সরিয়ে দিলে স্থান ত্যাগ করেন তারা। এর আগে প্রতিবাদ সভা করেন ওই শিক্ষার্থীরা।
আন্দোলনের অন্যতম মুখপাত্র তসলিম চৌধুরী বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরণ অনশন কর্মসূচি শুরু করি। পরে পুলিশ সদস্যরা আমাদের স্থান ত্যাগ করতে বলেন। তারা জানান, যতটুকু করার, তারা করেছেন। এখন সরে যেতে হবে। পুলিশের এমন নির্দেশ পেয়ে কোনো রকম বাগ্বিতণ্ডা ছাড়াই আমরা স্থান ত্যাগ করেছি। ওভাবে অনশন ছিল না; প্রতিবাদ সভা বলা যায়।’
তিনি আরও বলেন, ‘ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আমাদের জানিয়েছেন, সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, তিন বিষয়ে অকৃতকার্যরা কোনো সেশনে কতবার বিশেষ সুবিধা ভোগ করে প্রমোশন পেয়েছে এবং তাদের পরীক্ষার ফলসহ সার্বিক বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) এ এ এস এম মাকসুদ কামাল একটি প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে উপস্থাপন করতে পরীক্ষা নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন। ইতিবাচক কিছু হবে বলে আশা করছি আমরা।’
এর আগে অনশনে বসে কয়েকজন শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়ে ছয় বছরেও আমাদের কলেজগুলোর বিষয়ে কোনো সমাধান আসেনি। বছরের পর বছর আমাদের ওপর মানসিক নির্যাতন চলছে। প্রতিবছর রাস্তায় এসে আন্দোলন করতে হয়। আমরা শিক্ষার্থীরা যাব কোথায়? আমাদের তো রাস্তায় থাকার কথা ছিল না, থাকার কথা ছিল পড়ার টেবিলে। আমাদের যৌক্তিক দাবি মানা হোক।