জামিনের পরও গ্রেপ্তার-নির্যাতন
পুলিশের প্রতি অসন্তোষ, রায় ১৫ অক্টোবর

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৯:৩৩
শরীয়তপুরে ছিনতাইয়ের একটি মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া আসামিদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন ও কারাগারে পাঠানোর ঘটনায় আগামী ১৫ অক্টোবর রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রায়ের জন্য এ দিন ধার্য করেন।
এদিন মামলার শুনানিতে হাইকোর্ট বলেন, এ মামলায় আমরা আসামিদের আগাম জামিন দিয়েছি। সেই জামিনের আইনজীবীদের সার্টিফিকেটও ছিঁড়ে ফেলেছেন পুলিশ কর্মকর্তারা। শুধু ছিঁড়েই ফেলেননি, আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। এমনকি রিমান্ডের আবেদনও দিয়েছেন। পাশাপাশি তাদের নির্যাতন করা হয়েছে। এত ধৃষ্টতা দেখানোর সাহস পুলিশ পায় কোথায়? এ ধরনের কর্মকাণ্ড করার পর এখন তারা সবকিছু অস্বীকার করছেন। যেন ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই’।
এর আগে এ মামলায় তলব আদেশে হাইকোর্টে হাজিরা দেন শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান। আদালতের নানা জিজ্ঞাসার জবাব দিতে হয় তাকে। এক পর্যায়ে হাইকোর্ট বলেন, পুলিশ শ্যোন অ্যারেস্টের আবেদন দিলেই আপনি সেটা মঞ্জুর করবেন, তাহলে বিচারক হয়েছেন কেন? আপনাকে জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে। মামলার নথিপত্র দেখে তবেই আদেশ দিতে হবে।
শুনানিকালে আদালতে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হাজিরা দেন। তাদের দু’জনকেই সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন। তাদের পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী ও আবেদনকারীর পক্ষে মজিবুর রহমান শুনানি করেন।