নিয়োগ দুর্নীতি
যবিপ্রবির সাবেক ভিসিসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১৪:২২ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ১৪:২২
নিয়োগ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবদুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বাদী হয়ে কমিশনের কার্যালয়ে মামলাটি করেন।
তাদের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে নিয়োগ দিয়ে সরকারি তহবিল থেকে ৬১ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুর রউফ ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এজাহারে বলা হয়, প্রফেসর আবদুস সাত্তার উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত থাকার সময় উপ-উপাচার্য প্রফেসর কামাল উদ্দিনের সঙ্গে যোগসাজসে আবদুর রউফের কাছ থেকে লাভবান হয়ে তাকে অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন। এ ক্ষেত্রে দুর্নীতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করা হয়েছে। তাকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (গ্রেড-১, পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অবৈধভাবে এ নিয়োগ দিয়ে ২০০৯ সালের অক্টোবর থেকে গত বছরের জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৬১ লাখ ৩১ হাজার টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করে আত্মসাত করা হয়েছে।