- বাংলাদেশ
- চিত্রপরিচালক আমজাদ হোসেন স্মরণে আয়োজন
চিত্রপরিচালক আমজাদ হোসেন স্মরণে আয়োজন

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ ডিসেম্বর। নানা আয়োজনে স্মরণ করবে চলচ্চিত্র পরিচালক সমিতি।
১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন লেখক, গীতিকার, অভিনেতা হিসেবেও পরিচিত। 'হারানো দিন' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৬১ সালে রুপালি পর্দায় তার আগমন। পরে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় তিনি বেশি সময় দেন। ১৯৬৭ সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র 'খেলা'। সাড়া জাগানো চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া'র চিত্রনাট্য লেখায় জহির রায়হানের সঙ্গে আমজাদ হোসেনও ছিলেন।\হগান লেখায়, চিত্রনাট্য ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া সরকার তাকে একুশে পদকেও ভূষিত করে।
মন্তব্য করুন