পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিপিসি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৯ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২২
ধর্মঘট পালনকারী পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রোববার রাতে রাজধানীর কাওরান বাজারে বিপিসির কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিপিসির পরিচালক (মার্কেটিং) অনুপম বড়ুয়া সমকালেক এই তথ্য নিশ্চিত করেছেন। রাত ৯টার মধ্যে এই বৈঠক হতে পারে।
তিন দফা দাবি আদায়ে রোববার ভোর থেকে সারাদেশে জ্বালানি তেল উত্তোলন পরিবহন ও বিক্রিতে ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক–শ্রমিকেদের একাংশ। এর ফলে দেশের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ দিনভর বন্ধ ছিল। পেট্রোল পাম্পগুলোতে বিক্রি হলেও তেলের সংকট দেখা দেয় অনেক এলাকায়।