বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন ব্রিটিশ নাগরিকরা

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১০:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। এ জন্য আগামী ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা-লন্ডন রুটে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে যুক্তরাজ্য। হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর দেড় লাখের বেশি ব্রিটিশ নাগরিক বাংলাদেশ সফর করে। বাংলাদেশ সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো ফ্লাইট নেই। ফলে অনেক নাগরিক বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে পারছেন না। এ কারণেই চারটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের ঢাকায় আনার জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের বিকল্প বুকিংয়ের ব্যবস্থা থাকবে। ফিরতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা করপোরেট ট্র্যাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনারের মাধ্যমে এ ফ্লাইটগুলো বুক করতে পারবেন।
এ ব্যাপারে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন এক ভিডিও বার্তায় বলেন, 'এই ফ্লাইটগুলোর ব্যয় কম রাখতে চেষ্টা করা হয়েছে। ঢাকা কিংবা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করেন তার জন্য মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।'