রোগী সেজে ভারতে গিয়ে মাদক নিয়ে ফিরতেন তারা
গ্রেপ্তার চক্রের পাঁচ সদস্য - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১৪
একজনকে রোগী সাজিয়ে স্থলবন্দর দিয়ে ভারতে যেতেন। এরপর সেখান থেকে কৌশলে নতুন মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিমানে দেশে ফিরতেন।
মাদক কারবারে জড়িত এমন একটি চক্র মাসে চার থেকে পাঁচবার ভারতে যাতায়াত করেছে। একটি চালানসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে চক্রের হোতা সোলাইমান (৪৪), হৃদয় ইসলাম রাজু (২৯), একেএম আবু সাইদ (৪৭), আশিক সাইফ (৩৬) ও মো. ফারুককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও ডিএনসির মেট্রো কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী বলেন, চক্রের হোতা সোলাইমান প্রতি মাসেই ভারতে যাতায়াত করে। এরপর বিভিন্ন পণ্যের আড়ালে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক আনত। আগস্টেও তাদের চক্রের এক সদস্যকে মাদকসহ বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল।