ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ফরিদপুর মহিলা আ’লীগের উঠান বৈঠক

ফরিদপুর মহিলা আ’লীগের উঠান বৈঠক

আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈঠকের আয়োজন করা হয় - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:০২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:০২

‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৪ বছরের উন্নয়ন’ শীর্ষক উঠান বৈঠক করেছে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি খুশি খন্দকার। এসময় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন নেতাকর্মীরা। 

উঠান বৈঠক বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সহ-সভাপতি ফেরদৌসী শিখা, যুগ্ম সম্পাদক নার্গিস বানু ও চায়না খাতুন, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, বন ও পরিবেশ সম্পাদক কনা বেগম, মানবসম্পদ সম্পাদক রেশমা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক ফারাহ্ দিবা, কৃষিবিষয়ক সম্পাদক সুফিয়া খাতুন, সদস্য শাহনাজ বেগম, মেহেরুন নেসা প্রমুখ।


whatsapp follow image

আরও পড়ুন

×