ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নারীবিদ্বেষী বক্তব্য

ক্রিকেটার তানজিম ও ভিসি ফরিদের অপসারণ দাবি

ক্রিকেটার তানজিম ও ভিসি ফরিদের অপসারণ দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নারীবিদ্বেষী ও নারীর অগ্রযাত্রা ব্যাহতকারী বক্তব্য এবং চিন্তা-চেতনা প্রতিরোধে ক্রিকেটার তানজিম হাসান সাকিব এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে নিজ নিজ পদ থেকে অপসারণ করার দাবি জানিয়েছে নারীপক্ষ।

সংগঠনটির নেতারা বলেছেন, নারীকে অপমান-অপদস্ত ও  তাদের অগ্রযাত্রা ব্যাহতকারী সব প্রকার শিক্ষা, সংস্কৃতিকে নির্মূল করতে সরকারকে  আশু কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

শনিবার সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি দেশের উদীয়মান তরুণ ক্রিকেটার তানজিম সাকিবের নারীবিদ্বেষী বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যমে আলোচনা-সমালোচনা ঝড় ওঠে। এরই মধ্যে উপাচার্য ফরিদ উদ্দিনের বক্তব্যও আমাদের পুনরায় ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, তিনি ‘তালেবানি কালচার’ নিয়ে খুবই গৌরবান্বিত। এই কালচার নিয়েই তিনি থাকতে চান, ‘ওপেন কালচার’ চান না।

বিবৃতিতে বলা হয়, তানজিম সাকিবের বক্তব্য হলো, নারীরা চাকরি করলে সংসার ও সমাজ নষ্ট হয়, স্বামী ও সন্তানের হক আদায় হয় না।

whatsapp follow image

আরও পড়ুন

×