ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

পরীমণি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৯

কদিন আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান। তার জীবনের ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হল- জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি।  ক্যাপশনে তিনি জুড়ে দেন, যা কিছুই হোক না কেন পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

পরীমণি ও তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।

whatsapp follow image

আরও পড়ুন

×