চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দিনব্যাপী চতুর্থ বার্ষিক নাট্যোৎসব শেষ হয়েছে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে এবারের উৎসবে এগারোটি নাটক মঞ্চস্থ হয়েছে। শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়েজনটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

শুক্রবার সন্ধ্যায় শামীম হাসানের নির্দেশনায় 'ব্যাঙ' নাটক মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে শেষ হয় এবারের উৎসব। সম্মাননা দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ড. আফসার আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ড. ইসরাফিল শাহীনকে। গত তিন দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে মঞ্চস্থ হয়েছে সেলিম আল দীনের 'যৈবতী কন্যার মন', বুদ্ধদেব বসুর 'রাত ভ'রে বৃষ্টি', মামুনুর রশীদের 'রাষ্ট্র বনাম', মান্নান হীরার 'লাল জমিন', অ্যারেস্টিাফেনিসের 'দ্য ফ্রগ', সোলাইমানের মোহ ভঙ্গ, সুনীল বিশ্বাসের 'পুজোর সাজ', সুভাশিষ সিনহার 'সোনার তরী', তানভীর হোসেনের 'বাঁশি', ধর্মরাজের নির্দেশনায় 'নিস্কৃতি' এবং তৌহিদুল ইসলামের 'শ্যামাপ্রেম'।

'মুক্তির চেতনায় শিল্পীত সৃজন' প্রতিপাদ্যে বুধবার থেকে শুরু হওয়া এ নাট্যোৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. সেকান্দর চৌধুরী, কবি ও সাংবাদিক আবুল মোমেন, নাট্যজন শিশির দত্ত এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম।