- বাংলাদেশ
- রাবিতে সান্ধ্যকোর্স বন্ধে 'অনীহা', ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
রাবিতে সান্ধ্যকোর্স বন্ধে 'অনীহা', ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সান্ধ্যকোর্স বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শ না মেনে নতুন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্যকোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইংরেজি বিভাগ। প্রথমবারের মতো এ কোর্স চালু করছে বিভাগটি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে এক বছর ও দুই বছর মেয়াদি এমএ ইন ইংলিশ, এমএ ইন ইএলটি এবং উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের জন্য ছয় মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের উল্লেখ রয়েছে। এ ছাড়া গত ১৪ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে ভর্তির আবেদনের জন্য পরিবর্তিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ নভেম্বর বাংলা বিভাগ প্রথমবারের মতো সান্ধ্যকোর্স চালুর বিষয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সান্ধ্যকোর্স নিয়ে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো ইউজিসির চিঠিতে বলা হয়, সান্ধ্যকালীন কোর্স বন্ধ হওয়া বাঞ্ছনীয়। এরপর ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট সান্ধ্যকোর্সের যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন করে রাবি প্রশাসন।
বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি একাডেমিক কমিটির সিদ্ধান্ত। অনেক আগেই সিদ্ধান্ত হয়েছিল এবার থেকে প্রোগ্রামটি চালু হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও প্রোগ্রামটি চলছে। প্রশাসন কমিটি গঠন করেছে, কমিটি যদি কোর্স বন্ধ করে দেয় তাহলে বন্ধ হয়ে যাবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, বিজ্ঞপ্তিটি আগের একাডেমিক সভার সিদ্ধান্ত। এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি, সেজন্য প্রকাশ করা হয়েছে। বাংলা বিভাগ এ বছর থেকে কোর্সটি চালু করবে কি-না সে বিষয়ে জানতে বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলামকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ইংরেজি বিভাগসহ অন্য বিভাগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশে বাধা নেই মন্তব্য করে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, কমিটি গঠন হয়েছে। আমরা এখনও মিটিংয়ে বসিনি। দ্রুতই বসব। যেহেতু প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত হয়নি, সে ক্ষেত্রে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতেই পারেন।
মন্তব্য করুন