চীনে ছড়িয়ে পড়া নতুন রোগ করোনাভাইরাস যেন বাংলাদেশে বিস্তার ঘটাতে না পারে সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এরই মধ্যে নৌ, বিমান ও স্থলবন্দরে যাতায়াতকারীদের শরীরে ভাইরাস শনাক্তে স্ক্যানার বসানো হয়েছে। এ কাজে জনবলও বাড়ানো হয়েছে। 

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক জরুরি সভায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের চীনে যাতায়াত সাময়িক স্থগিত রাখার বিষয়ে সরকার ভাবছে।

সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে ইতোমধ্যে চীনে কয়েকজন মারা গেছেন। এ অবস্থায় সব ধরনের বন্দরে স্ক্যানার বসানো হয়েছে। ফলে ভাইরাস সংক্রমিত কোনো যাত্রী বন্দরে এলে স্ক্যানারের মাধ্যমে তার শরীরের তাপমাত্রা পরিমাপ করে তাকে শনাক্ত করা সম্ভব হবে।

জাহিদ মালেক সংসদকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার ব্যবস্থা করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভাও ডাকা হয়েছে। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে যাত্রীদের এ-সংক্রান্ত ফরম দিয়ে তথ্য নেওয়া হবে। প্রত্যেককে একটি কার্ড দেওয়া হবে। পরে তারা যদি অসুস্থ হন, তাহলে কার্ডের মাধ্যমে তাদের শনাক্ত করা যাবে। 

তিনি আরও জানান, ইতোমধ্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তৈরি করা হয়েছে করেনটাইন এরিয়া। এসব তথ্য সারাদেশে জানানো হয়েছে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের বিষয়ে জরুরি বৈঠকে জাহিদ মালেক বলেন, আগামীকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। 

সভায় সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফিরলে তাদের শরীরে ভাইরাসের জীবাণু থাকার আশঙ্কা উদ্বেগের কারণ। এ বিষয়ে আরও কথা বলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।

করোনাভাইরাস নিয়ে তথ্যকেন্দ্র: করোনাভাইরাস সম্পর্কিত তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য তথ্যকেন্দ্র চালু করেছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে মেডিকেল ডেস্ক: আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, বন্দর দিয়ে যাতায়াতকারীদের শরীরে করোনাভাইরাস শনাক্তে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক স্থলবন্দরের ইমিগ্রেশনে মেডিকেল ডেস্ক বসিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বন্দর দিয়ে চলাচলকারী ভারতীয়সহ বিদেশিদের এখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।