খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। রোববার ক্যাম্পাসের হাদী চত্বরে এ মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, একটি মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শিক্ষকরা এটি মেনে নেবেন না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ হাসান লিমন। বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনে এক শিক্ষকের প্রকাশ্য বক্তব্য ও কয়েকজনের ইন্ধন দেওয়ার ঘটনা দুঃখজনক এবং নজিরবিহীন। ছাত্রদের অধ্যাদেশ পরিবর্তনের দাবি মেনে নিলে লেজুড়বৃত্তিক রাজনীতির অনুপ্রবেশ ঘটতে পারে। আর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি আমরা চাই না। ছাত্রদের যৌক্তিক দাবি যথাযথ প্রক্রিয়ায় সমাধান সম্ভব। ডিন কমিটি সে লক্ষ্যে কাজ করছে। তাই বলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি কাম্য নয়। এ সময় খুবি উপাচার্যের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির নিন্দা জানানো হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্রবিষয়ক পরিচালক বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কাজ করছি। আমরা সবসময়ই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পক্ষে। একই দাবিতে আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, বেতন-ফি কমানো, আবাসন সংকট নিরসন ও মুক্তচিন্তা বিকাশে সহায়ক অধ্যাদেশের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবিতে গত ১৩ নভেম্বর ধর্মঘট পালন করেন শতাধিক শিক্ষার্থী। পরে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসেন। সম্প্রতি খুবি উপাচার্যের বিরুদ্ধে এক বছর আগে নিয়োগ বোর্ডে প্রাক্তন এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠলে  শনিবার ক্যাম্পাসে আবারও মানববন্ধন হয়। এতে কয়েকজন শিক্ষক সংহতি প্রকাশ করেন।