জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো হয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এনেক্স ভবনে ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে।

রোববার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের উপস্থিতিতে এই প্রতিকৃতি টাঙানো হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুর সঞ্চালনায় এবং সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ফারুক কাজী, মিজান মালিক, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, মাজহারুল হক মান্না ও মাশহুদুল হক।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির মহামানব। গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। বঙ্গবন্ধু হাজার বছরের নয়, সর্বকালের বাঙালি জাতির ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান।

বঙ্গবন্ধু প্রতিকৃতি সম্পর্কে তিনি আরও বলেন, টুঙ্গিপাড়ার অজোপাড়াগায়ে বাগিয়ার খালের পাশে ছোট্ট একটি পরিবারে যার জন্ম হয়েছিলো সেখানে তিনি ধীরে ধীরে খোকা মিয়া থেকে শেখ মুজিব, শেখ সাহেব, বঙ্গবন্ধু, জাতির জনক, তারপর স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং একটা পর্যায়ে তিনি বিশ্বের নির্যাতিত মানুষের নেতায় পরিণত হয়েছিলেন। এটা কোন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে ল' রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বাঙালির স্বকীয়তা যতদিন থাকবে ততদিন বাঙারির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন। এই সংগঠনটি বাস্তবতার সঙ্গে তাগিদবোধ করে বঙ্গবন্ধুর ছবিটাকে টাঙানোর মধ্য দিয়ে নৈতিক দায়িত্ব পালন করেছে।