- বাংলাদেশ
- শাহবাগে ঢাবি শিক্ষার্থীর বুকে পিস্তল, গণপিটিুনি খেল যুবক
শাহবাগে ঢাবি শিক্ষার্থীর বুকে পিস্তল, গণপিটিুনি খেল যুবক

ছবি: সমকাল
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নির্ধারিত তারিখ সরস্বতী পূজার দিনে হওয়ায় সেটি পরিবর্তনের দাবিতে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বুকে প্রকাশ্যে অস্ত্র ঠেকানোর ঘটনা ঘটেছে। বুধবার বেলা তিনটার দিকে মো. আলিফ রুশদি হাসান মুন (৩৬) নামের এক যুবক এ ঘটনা ঘটালে তাকে মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাবি শিক্ষার্থীরা।
অস্ত্রের লাইসেন্স থাকায় পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। মুন মতিঝিল এলাকায় ব্যবসা করেন বলে নিশ্চিত করেছে শাহবাগ থানা পুলিশ।
শিক্ষার্থীরা জানায়, ৩০ জানুয়ারি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের জন্য রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল বের করেন তারা। একপর্যায়ে পুলিশের বাধা পেয়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগে যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা মো. আলিফ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে তাকে হুমকিও দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে কাছেই থাকা পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, আটক ব্যক্তির অস্ত্রের লাইসেন্স থাকায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন