রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অধিকার সুরক্ষা পরিষদ নামের একটি সংগঠনের পক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান লিখিত বক্তব্য দেন।

বক্তব্যে মতিউর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক  শৃঙ্খলা ভেঙে পড়েছে। রাষ্ট্রপতির দেওয়া নিয়োগের শর্ত লঙ্ঘন করে উপাচার্য দিনের পর দিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকছেন। এমনকি তিনি অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে তিনটি অনুষদ বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও কোষাধ্যক্ষ এবং ড. ওয়াজেদ টেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউডের পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন। উপ-উপাচার্যের পদ শূন্য থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, উপাচার্য একাই অর্ধ শতাধিক কোর্সের দায়িত্ব নিলেও কোনও কোর্স তিনি পড়াননি। কিন্তু লাখ লাখ টাকা গ্রহণ করছেন। অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে সাতটি বিভাগের প্লানিং কমিটির সদস্য হয়েছেন। একাডেমিক কর্মকাণ্ডে তিনি স্মরণকালের ভয়াবহ দুর্নীতি করে চলেছেন।

মতিউর রহমান আরও বলেন, উপাচার্যে ক্যাম্পাসে থাকেন না, এ কারণে রেজিস্ট্রারও ক্যাম্পাসে থাকেন না। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে প্রকৌশলী মনোরুল ইসলামকে নিয়োগ দিলেও তিনি এখনও ক্যাম্পাসে থাকতে শুরু করেননি। অথচ লক্ষাধিক টাকা বেতন নিচ্ছেন। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারী, নতুন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অমানবিক আচরণ, ভর্তি জালিয়াতি এবং অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে অভিযোগ জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে ড. মতিউর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং পরবর্তীতে উপাচার্যের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।

এ সময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান-খাইরুল কবীর সুমন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক-তুহিন ওয়াদুদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নিরব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাসনীম হুমাইদা, মাহামুদুল হক প্রমুখ।