- বাংলাদেশ
- নানা আয়োজনে খুবি ও কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত
নানা আয়োজনে খুবি ও কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

নানা আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। উদযাপনের অংশ হিসেবে বুধবার সকালে নিজ নিজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। শোভাযাত্রাটি কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদি চত্ত্বর থেকে অদম্য বাংলার সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আরও বক্তব্য দেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, গ্রন্থাগারিক ড. কাজী মোখলেছুর রহমান। সঞ্চালনা করেন উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদৌস। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সামনে থেকে বুধবার সকাল ১০টার দিকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আক্কাছ উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন