এসএসসি পরীক্ষার হলে প্রশ্নপত্র বিতরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের যথাযথভাবে চিহ্নিত করে শিক্ষাবর্ষ অনুযায়ী যে সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে সে অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করতে হবে। উল্লেখ্য, ইংরেজি প্রথমপত্র (বিষয় কোড ১০৭) বিষয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ২০১৭ সালের সিলেবাসে এবং ২০১৬-১৭ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ২০২০ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আসন বিন্যাস পৃথকভাবে করতে হবে। কোনো কারণে পরীক্ষা শুরু হতে দেরি হলে অবশিষ্ট সময়ের সঙ্গে দেরির সময় যোগ করে পরীক্ষার্থীদের পূর্ণ সময় প্রদান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে।

এতে বলা হয়, বহুনির্বাচনি এবং রচনামূলক খাতায় কোনো রকম লেখা বা দাগ দেওয়া যাবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে ২ ঘণ্টার আগে কক্ষ ত্যাগ করতে পারবে না। যদি বিশেষ কারণে পরীক্ষা শেষ করে কক্ষ ত্যাগ করতে চায় তাহলে প্রশ্ন নিয়ে যেতে পারবে না। পরীক্ষা শেষে প্রশ্নপত্রটি তাকে দেওয়া যেতে পারে। কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে কক্ষ পরিদর্শক বা পরীক্ষা সংশ্লিষ্ট অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিব একটি সাধারণ মোবাইল ব্যবহার করতে পারবে, যা দিয়ে ছবি তোলা যায় না।