- বাংলাদেশ
- বিচার বিভাগ সরকারের প্রভাবমুক্ত - প্রধানমন্ত্রী
বিচার বিভাগ সরকারের প্রভাবমুক্ত - প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীন এবং সরকারের প্রভাবমুক্ত থেকে বিচারকাজ পরিচালনা করছে। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বিচার বিভাগ জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। বুধবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর তার অনুপস্থিতিতে টেবিলে উত্থাপিত হয়। এর আগে বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সংরক্ষিত আসনের সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর কোনো দল নেই। তার পরিচয় কেবলই অপরাধী এবং যত শক্তিশালীই হোক না কেন তার বিচার হবেই।
শেখ হাসিনা বলেন, গত পাঁচ বছরে বিচার বিভাগ দেশের বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, সিলেটের শিশু রাজন ও খুলনার শিশু রাকিব হত্যা মামলা, নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুনের মামলা এবং জাপানের নাগরিক হোশি কুনিও হত্যা মামলাসহ চাঞ্চল্যকর মামলাগুলোর রায় প্রদান করেছেন। হলি আর্টিসান হামলা মামলার রায়ও হয়েছে। ২০১৯ সালে শিক্ষকের মাধ্যমে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা, ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুমাইয়া রিশা হত্যা মামলা, সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীবের মামলা, গাইবান্ধার সংসদ সদস্য লিটন হত্যা মামলাসহ বহুল আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে।
সংসদ নেতা বলেন, এসব হত্যাকাণ্ড শুধু আলোচিত ঘটনাই নয়, এগুলো সামাজিক ও নৈতিক অবক্ষয়েরই নামান্তর। কিন্তু আমরা বিচার বিভাগের মাধ্যমে দ্রুত এসব মামলার বিচারকাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সরকারি দলের সদস্য মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদ গঠন করা হয়েছে।
মন্তব্য করুন