জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এনজিওদের করণীয় শীষর্ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কে.এম. আব্দুস সালাম (অতিরিক্ত সচিব)।

সভায় এনজিও ব্যুরোর নিবন্ধিত দেশি-বিদেশি ৫০টি এনজিও এর প্রতিনিধি অংশ নেন।

এ সময় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক বলেন, মুজিব বর্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মপরিকল্পনা তৈরি করছে। আমরা সব এনজিও নিয়ে অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছু করবো।

সভায় মুজিব বর্ষে ১০ হাজার প্রতিবন্ধীর চাকরির সুযোগ তৈরির টার্গেট করা হয়। ১০০ জনকে প্রতীকী ভাষার ওপর প্রশিক্ষণ, এনজিও অফিসে প্রতিবন্ধীবান্ধব টয়লেট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত হয় সভায়। এ ছাড়া প্রতিটি এনজিও অফিসের সামনে মুজিব বর্ষের লোগোসহ ব্যানার লাগানোর অনুরোধ করা হয়। কমিউনিটি রেডিওগুলো বিভিন্ন অনুষ্ঠানের আগে-পরে প্রতিবন্ধীদের কর্মসংস্থানবিষয়ক নাটিকা, টকশো, ম্যাগাজিন অনুষ্ঠান ও পিএসএ প্রচার করা এবং বিএনএনআরসির মাধ্যমে তা এনজিও বিষয়ক ব্যুরোকে অবহিত করার সিদ্ধান্ত হয়।