সংক্রামক ব্যাধি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি প্রতিরোধ ও প্রতিকারের সব ব্যবস্থা সরকার নিয়ে রেখেছে। দৃঢ়তার সঙ্গে বলছি, এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া আছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন বাজারে আসতে যেখানে আরও দেড় বছর লাগার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেখানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এই ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে সরকারের সব ব্যবস্থা নিয়ে রাখার কথা জানিয়ে জনসাধারণকে আশ্বস্ত করলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে এখনও করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

সিঙ্গাপুরে দুই বাংলাদেশির আক্রান্ত হওয়ার তথ্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, সিঙ্গাপুরে তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। দোয়া করি, যাতে তারা দ্রুত সুস্থ হতে পারেন। সিঙ্গাপুরে আমাদের দেশের অনেক মানুষ বসবাস করেন। তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সাবধানে থাকেন, সতর্ক থাকেন।

করোনাভাইরাস প্রতিরোধে বন্দরগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে কেউ এলে যেভাবে নজরদারি করা হয়, সিঙ্গাপুর থেকে এলেও একইভাবে নজরদারি কবে। এ নির্দেশনা ইতোমধ্যে সংশ্নিষ্টদের দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ঢাকার তিনটি হাসপাতালে আইসোলেটেড ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এসব হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ২০ শয্যার একটি আইসিইউ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, এফবিসিসিআইর পরিচালক রুহুল আমিন খন্দকার, ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।