সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত সেই বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি দেশের একটি হাসপাতালের ইনটেসিভ কেয়ার ইউনিটে (‌আইসিইউ) চিকিৎসাধীন ওই ব্যক্তি গত মঙ্গলবার থেকে চিকিৎসা সাড়া দিচ্ছেন না। 

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় তিনি ভুগছেন। তবে নতুন করে তার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।

হাইকমিশনার আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও সে দেশের সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সার্বক্ষণিক আপডেট তাদের দিচ্ছেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অন্য চার বাংলাদেশির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। কারও কারও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ ছাড়া আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে তারাও খোঁজখবর রাখছেন। তাদের স্বাস্থ্যগত সর্বশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় সবকিছু হাইকমিশনের পক্ষ থেকে করা হবে।