করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে ৫০০ পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) কিট দিয়েছে চীন। বৃহস্পতিবার সকালে এসব কিট পাওয়া গেছে বলে জানিয়েছেন সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। মানুষের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা করার জন্য এই কিট ব্যবহার করা হয়। করোনাভাইরাস শনাক্তকরণ কিট দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ডা. ফ্লোরা বলেন, এখন পর্যন্ত ৭৫ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে পরিচালক বলেন, চীনে নতুন করে আক্রান্ত বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাংলাদেশে এখনও এই ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। সুতরাং করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ডা. ফ্লোরা আরও বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে চীন ও সিঙ্গাপুর থেকে আগতদের হাসপাতালে ভর্তি অথবা কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। চীনফেরতদের হাসপাতালে নেওয়া হলেও তা নিয়ে আতঙ্কের কিছু নেই। চীনের উহান থেকে ফিরিয়ে কোয়ারেন্টাইনে রাখার পর বাড়ি পাঠানো ৩১২ জনের সবাই ভালো আছেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।