- বাংলাদেশ
- টিআইবির নতুন চেয়ারপারসন পারভীন হাসান
টিআইবির নতুন চেয়ারপারসন পারভীন হাসান

পারভীন হাসান
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারভীন হাসান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তিনি ২২ ফেব্রুয়ারি থেকে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হবেন।
এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বোর্ডের নতুন মহাসচিব, অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমা নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার টিআইবির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন