ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ আগামী ২৫ মার্চ ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার চার্জ শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাটি ৪ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।

এদিন মামলাটিতে পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দাখিল করা হয়।

এদিকে, মামলাটিতে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম ও সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৫ জানুয়ারি দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে মামলাটিতে মাহবুবুল হক চিশতীকে গ্রেপ্তার দেখায় দুদক। গত বছর ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। একই বছর ৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।