দেশের সব মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) সংশ্নিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। পরে রিটকারী সাংবাদিকদের বলেন, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। ওই বেঞ্চের কার্যতালিকায় এলে আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।

রিটে বলা হয়, সংবিধানের ৪১ ধারা অনুযায়ী নারী-পুরুষ সবার ধর্ম পালন ও প্রচারের সমান অধিকার রয়েছে। কিন্ত দেশের মুসলিম নারীরা ধর্ম পালনে বৈষম্যের শিকার হচ্ছেন। মুসলমানদের ধর্ম চর্চার কেন্দ্রবিন্দু হলো মসজিদ। পুরুষের পাশাপাশি নারীদেরও মসজিদে নামাজ আদায়ের পূর্ণ অধিকার রয়েছে। কোরআন ও হাদিসের কিছু ব্যাখ্যা তুলে ধরে রিটে আরও বলা হয়, নারীরা যাতে যথাযথভাবে নামাজ আদায় করতে পারে, সেজন্য বাংলাদেশের সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের জায়গা, আলাদা অজু করার জায়গা ও টয়লেটের ব্যবস্থা করতে হবে। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে বিবাদী করা হয়েছে।