- বাংলাদেশ
- প্রাথমিক সমাপনীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
প্রাথমিক সমাপনীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
ফল বদলে গেল ২৭ হাজার পত্রের

প্রতীকী ছবি
২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষার এক লাখ ২০ হাজার ১২৭টি আবেদনের মধ্যে ২৭ হাজার ২০৯টি পত্রের ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এই ফল প্রকাশ করে।
জানা গেছে, প্রত্যাশিত ফল না পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ১ লাখ ১৩ হাজার ৫১৭টি আবেদন করে শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক দেখা যায়, বাংলা বিষয়ে ১৬ হাজার ৯৮৯টি, ইংরেজি বিষয়ে ৩০ হাজার ১৬০টি, গণিতে ১৮ হাজার ৩৪৩টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ১৬ হাজার ৮২২টি, সাধারণ বিজ্ঞানে ১৬ হাজার ৯৯০টি এবং বিজ্ঞান বিষয়ে ১৪ হাজার ২০৪টি আবেদন পড়ে ডিপিইতে। এর মধ্যে ২৪ হাজার ৭৯০টি আবেদনের ফল পরিবর্তন হয়েছে।
অন্যদিকে ইবতেদায়ি সমাপনীতে ৬ হাজার ৬১০টি আবেদন করা হয়। এর মধ্যে বাংলা বিষয়ে ১ হাজার ৭৮টি, ইংরেজিতে ১ হাজার ৯৯২টি, গণিতে ৪১১টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞানে ১ হাজার ৭৩৮টি, কোরআন বিষয়ে ৭৪৩টি, আরবি বিষয়ে ১ হাজার ৪৪৮টি আবেদন জমা হয় ডিপিইতে। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৪১৯টি আবেদনের।
গত বছরের ৩১ ডিসেম্বর সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশের পরদিন থেকে পরবর্তী ১৫ দিন পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করে ডিপিই।
গত ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ ৫০ হাজার ৩৭১ শিক্ষার্থী ছিল।
মন্তব্য করুন