- বাংলাদেশ
- রাবি শিক্ষক আমিরুলের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
রাবি শিক্ষক আমিরুলের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

প্রতীকী ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন বিভাগের এক ছাত্রী। শুক্রবার নগরীর চন্দ্রিমা থানায় ওই ছাত্রী মামলা করেন বলে সমকালকে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির।
ওসি জানান, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীর বিরুদ্ধে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী যৌন হয়রানির মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
মামলার বিষয় জানতে অভিযুক্ত অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরীকে একাধিকবার মোবাইলে কলা করা হলেও তিনি ফোন রিসিভড করেননি।
এর আগে গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন নিরোধ সেলে ১৩ জন ভুক্তোভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগপত্র জমা দেন এই শিক্ষকের বিরুদ্ধে। সেলের সদস্য সচীব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন