- বাংলাদেশ
- কুবির প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস
কুবির প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস

শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেছেন- সমকাল
ক্লাসরুমের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন।
সোমবার সকাল ৮.৩০ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এসময় শিক্ষার্থীরা প্রতীকী ক্লাস নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার বছর আমরা একটি কক্ষে আমাদের ক্লাস ও পরীক্ষা দিচ্ছি।ল্যাব না থাকায় আমরা ব্যবহারিক কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা। প্রশাসন গত সপ্তাহে বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়। নতুন করে বরাদ্দের জন্য প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাইছে যেটি আমরা মেনে নিতে পারছি না।
এর আগে উপাচার্য তার কার্যালয়ে যেতে চাইলে বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে সমাধান চায়। উপাচার্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আজকের মধ্যে সমাধান চেয়ে আন্দোলন শুরু করেন।
উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, গতকাল বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং করেছি। আজও মিটিং চলছে। আমরা সমাধানের চেষ্টা করতেছি।
মন্তব্য করুন