- বাংলাদেশ
- উপস্থাপনা ভীতি দূর করতে জাতীয় প্রতিযোগিতা ‘উইজকিডস ন্যাশনালস ৬.০’
উপস্থাপনা ভীতি দূর করতে জাতীয় প্রতিযোগিতা ‘উইজকিডস ন্যাশনালস ৬.০’
শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় নিজেকে উপস্থাপন করার ভীতি কাজ করে। তাদের এই সমস্যা দূর করতে উপস্থাপনা দক্ষতার উপর মনোনিবেশ করে, একটি প্রতিযোগিতার উদ্ভাবন করেছিলেন উদ্যোক্তা এবং শিক্ষা সংস্কারক মো. সাইমুম হোসেন।
তরুণদের সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় দেশব্যাপী প্রতিযোগিতা প্রেজেন্টেশন উইজকিডস (পিডব্লিউকে), প্রেজেন্টেশন সাকসেস মুভমেন্ট (পিএসএম)।
প্রতিবারে মত এবারও ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে জাতীয় প্রতিযোগিতার ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। পিডব্লিউকে হলো পিএসএমের একটি বার্ষিক পরীক্ষামূলক প্ল্যাটফর্ম যার মাধ্যমে প্রতিযোগিতা করে- গল্প উপস্থাপক, মৌখিক বিতর্ক, দ্রুত বিশ্লেষণমূলক চিন্তাভাবনা এবং তাৎক্ষণিক উপস্থাপন ধাপের ভিত্তিতে।
পিডব্লিউকে ন্যাশনালস ২০১৯ চারটি রাউন্ডে বিভক্ত, অনলাইন রেজিস্ট্রেশন এবং স্লাইড জমা দেওয়ার রাউন্ড দিয়ে শুরু করে প্রথম রাউন্ডটি। ১০০ দলেরও বেশি অংশগ্রহণকারী দলের মধ্যে শীর্ষ ২৭টি অনলাইন স্লাইড সাবমিশনের উপর ভিত্তি করে ১ জানুয়ারি প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল।
উপস্থাপনা দক্ষতা সম্প্রসারণের উদ্দেশ্যে একটি শিক্ষামূলক অধিবেশন অনুষ্ঠিত হয় ৪ জানুয়ারি। এই অধিবেশনের প্রধান বক্তা হিসেবে ছিলেন স্মার্টিফায়ার একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্য নির্বাহক মো. সোহান হায়দার। একটি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ২য় রাউন্ডটি অনুষ্ঠিত হয়। ৩য় রাউন্ডটির জন্য শীর্ষ ১৬টি দল নির্বাচিত হয় যা অনুষ্ঠিত হয় ১৮ জানুয়ারি। ২৪ জানুয়ারি আরেকটি উপস্থাপনা দক্ষতা, বিস্তারণমূলক ও শিক্ষামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
পিডব্লিউকে-২০১৯ ফাইনাল অর্থাৎ গালা রাউন্ডটি সাধারণত প্রেজেন্টেশন সাকসেস সামিট (পিএসএস)- এর অংশ হিসেবে আয়োজিত হয়েছিল ৮ ফেব্রুয়ারি।
চূড়ান্তভাবে সাতটি দলের প্রতিযোগীদের তাৎক্ষণিক প্রেজেন্টেশন দক্ষতা যাচাই করার লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। প্রধান বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন- বাগডুম.কমের প্রধান কার্য নির্বাহক মিরাজুল হক, সিন্দাবাদ.কমের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান কার্য নির্বাহক জিসান কিংসুক হক, নিউট্রিনিক্স লিমিটেডের পরিচালক অধিকর্তা ও প্রধান কার্য নির্বাহক মাসুম খান এবং ওয়াইজিএপির দেশীয় পরিচালক ইরাদ কাওসার। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন