- বাংলাদেশ
- হ্যান্ডস্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর
হ্যান্ডস্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

প্রতীকী ছবি
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরইমধ্যে বাংলদেশেও উপস্থিতি জানান দিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই জীবাণু প্রতিরোধী পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এর প্রেক্ষিতে স্যানিটাইজার জাতীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে সাতটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন করছে। এর মধ্যে মেসার্স এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডি রাব সল্যুশন ৫০ মিলি ৪০ টাকা, ১০০ মিলি ৫২ টাকা, ২০০ মিলি ১০০ টাকা; মেসার্স এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেপিসল হ্যান্ড রাব ৫০০ মিলি (ডিসপেনসারসহ) ২১৫ টাকা ৬৫ পয়সা, ২৫০ মিলি (ডিসপেনসারসহ) ১৪০ টাকা ৪২ পয়সা, ২৫০ মিলি বোতল ১৩০ টাকা ৩৯ পয়সা, ৫০০ মিলি বোতল ১৯৬ টাকা ৩৩ পয়সা, ৫০ মিলি বোতল ৪০ টাকা ১২ পয়সা, ক্লিনজেল হ্যান্ডস্যানিটাইজার ১০ মিলি ৭৫ টাকা, ৫০ মিলি ১০০ টাকা; মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সানিস্ট্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি ৩০০ টাকা, সানিকর্ড জেল ৬ গ্রাম টিউব ৫০ টাকা; স্যানিটিজা হ্যান্ড রাব ২৫০ মিলি ১৩০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডিওয়াশ সল্যুশন ৫০ মিলি বোতল ৪০ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০ টাকা; মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডস্ট্ক্রাব ২৫০ মিলি ২৫০ টাকা, হ্যান্ডিসল ২৫০ মিলি ১৩০ টাকা, ১২৫ মিলি ৭০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলি বোতল (ওয়াসারসহ) ১৩০ টাকা ৩৯ পয়সা, ২০০ মিলি বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০ টাকা ৪২ পয়সা, ৫০ মিলি বোতল ৪০ টাকা; মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কেভিরাব হ্যান্ড রাব ২৫০ মিলি বোতল ১০৫ টাকা ৭২ পয়সা, ৫০ মিলি বোতল ৩১ টাকা ২২ পয়সা বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ওষুধ উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃপক্ষ। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে হ্যান্ডস্যানিটাইজার বাড়তি মূল্যে বিক্রি করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করে এসব পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডস্যানিটাইজার ডিস্ট্রিবিউটরকে এক ইনভয়েসে পাঁচশ' পিসের বেশি সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে কোনও খুচরা বিক্রেতা কারও কাছে একটির বেশি বিক্রি করতে পারবেন না বলে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।
মন্তব্য করুন