- বাংলাদেশ
- ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান: হাইকোর্ট
‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান: হাইকোর্ট

ফাইল ছবি
বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ে বলা হয়, জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে সব কর্মকর্তাকে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আব্দুল মতিন খসরু প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ চেয়ে ২০১৭ সালে আইনজীবী ড. বশির আহমেদ হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন।
মন্তব্য করুন