- বাংলাদেশ
- রিয়েলমি সি-২ স্মার্টফোন নিয়ে এলো দারাজ
রিয়েলমি সি-২ স্মার্টফোন নিয়ে এলো দারাজ

ফোনের লঞ্চিং ইভেন্টে দারাজ ও রিয়েলমির কর্মকর্তারা
দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) প্রথমবারের মত নিয়ে এলো রিয়েলমির নতুন ফোন রিয়েলমি সি-২ ( Realme C2), যা শুধুমাত্র ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত পাওয়া যাবে দারাজ অ্যাপে।
রিয়েলমি বিশ্বের দ্রুত বর্ধমান স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। গত ১৪ মার্চ রাজধানীর সিক্স সিজনস হোটেলে ফোনটির গ্র্যান্ড লঞ্চের ইভেন্ট অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, ভারটিকাল হেড (ইলেকট্রনিক্স) নুরুল্লাহ বিন হুমায়ূন, ক্যাটাগরি লিড অফ মোবাইল অ্যান্ড ট্যাবলেটস শাফিন ইনজাম বাবর এবং প্রাইভেট ট্রাফিক ম্যানেজার নাবিল নেওয়াজ। অন্যদিকে রিয়েলমি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ব্র্যান্ডিং ডিরেক্টর নিওন জি এবং রিয়েলমি ডিরেক্টর টিম শাও।
রিয়েলমি সি-২ ফোনেরটির মূল ৮ হাজার ৯৯৯ টাকা।
রিয়েলমি সি-২ ফোনের ব্যাক কাভারে পাবেন মনোমুগ্ধকর ডায়মন্ড-কাট ডিজাইন আর ফ্রন্টে রয়েছে ডিউড্রপ ডিসপ্লে। এছাড়াও স্মার্টফোনটিতে থাকছে Helio P22 চিপসেট ও Octa-core 2.0 GHz Cortex-A53 CPU; Android 9.0 (Pie) ও ColorOS 6 Lite অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটি নিঃসন্দেহে একটি Entry Level Value King প্রোডাক্ট। ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে এলইডি ফ্ল্যাশলাইট, এইচডিয়ার ও প্যানারোমা ফিচার। এছাড়াও ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতেও আছে এইচডিআর পিকচার কোয়ালিটির ফিচার। স্মার্টফোনটি দিচ্ছে নন-রিমুভ্যাবল লিথিয়াম পলিমার 4000 mAh ব্যাটারি যার সাহায্যে গেমিং ও হেভি ইউসেজের পরেও পাওয়া যাবে লং লাস্টিং ব্যাকআপ।
ফোনটির লঞ্চিং ইভেন্টে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন বলেন, আমাদের প্ল্যাটফর্মে বিশেষ করে স্মার্টফোন ক্যাটেগরিতে আমরা সবসময়ই ক্রেতাদের একটি সার্বজনীন উৎসাহ লক্ষ্য করে আসছি। আমরা নিশ্চিত যে রিয়েলমি স্মার্টফোনটিতেও আমাদের ভোক্তাদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পাব। কারণ ফোনটি বিশ্বব্যাপী প্রশংসিত এবং নির্ভরযোগ্য।
মন্তব্য করুন