করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এর প্রভাব পড়েছে নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবিকা নির্বাহে। এসব মানুষের পাশে এসে দাঁড়ালেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সেবা এক্সওয়াইজেড, দৈনিক সমকাল ও দ্য ডেইলি স্টারের যৌথ প্রয়াস  'মিশন সেভ বাংলাদেশ'-এ যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রাজধানীর বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিতদের প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগের মাধ্যমে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে 'মিশন সেভ বাংলাদেশ'-এ যোগ দেওয়ার কথা জানান সাকিব।

তিনি লিখেছেন, ‘সারাদেশ আজ লড়ছে একটি মহামারিকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।'  


সাকিব আরও লিখেছেন, ''এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য। এর ধারা অনুযায়ী  ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে  ‘মিশন সেভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে।''

তিনি লিখেছেন, ‘মিশন সেইভ বাংলাদেশ’ করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত  পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।'

ফেসবুক পোস্টে সাকিব সবাইকে আহ্বান জানিয়ে বলেছেন, 'আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।'

মিশনের কার্যক্রম সর্ম্পকে জানতে এর ফেসবুক পেজের লিংক শেয়ার করেছেন (https://www.facebook.com/missionsavebangladesh/) সাকিব।

এদিকে সাকিবের এই অংশগ্রহণে 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।