- বাংলাদেশ
- করোনায় ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু
করোনায় ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সান পাওলো হাস্পাতালে তার মৃত্যু হয়।
এ নিয়ে ইতালিতে করোনায় ৩ বাংলাদেশি মারা গেলেন। ।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে থাকতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি হাসপাতালে চিকিৎধীন ছিলেন তিনি।
৪৬ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কুমিল্লায়। তার মৃত্যুতে মিলান শহরে প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণে ইতালিতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।
ইতালিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গেছে। তবে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে।
তবে কিছুটা স্বস্তির খবরও আছে; এই দেশে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭২৯ করোনার রোগী।
মন্তব্য করুন