কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। শুক্রবার এক ভিডিও বার্তায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল এ কথা জানিয়েছেন। 

বার্তায় বলেন, 'এই কঠিন সময়ে ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশে কাজ করছে এবং বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের সাহায্য অব্যাহত থাকবে।'

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, 'গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ সরকার কঠোর কোয়ারেন্টাইন নীতি গ্রহণ করেছে। আমরা একটি কঠিন সময় পার করছি। আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। সে কারণে একতাবদ্ধ হয়ে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। প্রার্থনা করি, এই কঠিন সময়ের অবসান হোক।'