জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুইজন সংসদ সদস্য দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আগামী তিন মাসে প্রাপ্য তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাদির সব অর্থ সরকারের করোনা তহবিলে জমা দেবেন। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে প্রাপ্য পরবর্তী নয় মাসের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার অর্ধেক অর্থও এই তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাসদের এই দুই এমপি। বিবৃতিতে তারা আরও জানান, সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি সব সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ প্রকাশ করেন। সংসদের স্পিকার এ বিষয়ে উদ্যোগ নেবেন বলেও তারা আশা করছেন।