বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯৩ জন গত সোমবার সেবা গ্রহণ করেছেন। 

এর মধ্যে ২৮ জন রোগীর করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। 

এ নিয়ে সোমবার পর্যন্ত ৯৫ রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলো। পরীক্ষার ফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে। করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে পাঠানো নমুনাও পরীক্ষা করা হচ্ছে। 

এ ছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগগুলোয় চিকিৎসাসেবা প্রদান, হেল্পলাইনে চিকিৎসাসেবা দানের পাশাপাশি 'বিশেষজ্ঞ হেলথ লাইন' সেবাও অব্যাহত রয়েছে। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলের এপটেনশনে রেসিডেন্ট চিকিৎসকরা করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফেস শিল্ড তৈরির কাজ অব্যাহত রেখেছেন। সংবাদ বিজ্ঞপ্তি