দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে নয়ছয় থেমে নেই। গত কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবারও বেশ কিছু অনিয়মের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় ন্যায্যমূল্যের ১৭ বস্তা চাল জব্দ ও মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ছাড়া জেলার বেলকুচিতে সাত বস্তা চাল উদ্ধার করা হয়েছে। নড়াইল ও টাঙ্গাইলের মির্জাপুরে ওজনে চাল কম দেওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে জেল-জরিমানা করা হয়েছে। দিনাজপুরের বিরামপুরে চাল চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন ম্যানেজার। এ ঘটনায় ডিলার পলাতক রয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ওএমএসের চাল দোকানে বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

কিশোরগঞ্জের কটিয়াদীতে এ চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ও চার বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে এক ডিলারকে গ্রেপ্তার ও হরিরামপুরে আট বস্তা চাল জব্দ করা হয়েছে। 

বরিশালে খাদ্যসহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ জেলার মেহেন্দীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ :রোববার গভীর রাতে সলঙ্গা থানার ঘুড়কা গ্রামে খাদ্য অধিদপ্তর ও পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ১৭ বস্তায় ৫১০ কেজি সরকারি চাল জব্দ করে। অভিযানে আবুল হোসেন (৫০) গ্রেপ্তার হন। অভিযানের আগাম খবর পেয়ে ডিলার ফয়েজ উঙ্ঘিন আগেই পালিয়ে যান। রাতেই খাদ্য অধিদপ্তর থেকে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সোমবার দুপুরে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশে খোলা আকাশের নিচে পড়ে থাকা সাত বস্তা চাল উদ্ধার করা হয়।

নড়াইল :নড়াইলে ১০ টাকার চাল ওজনে কম দেওয়ায় শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্লাকে (৫২) দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে ২০ দিনের জেল ধার্য করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই নেতার ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়।

মির্জাপুর (টাঙ্গাইল) :টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চুর কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার চাল বিক্রির লাইন্সেসও বাতিল করা হয়েছে।

মানিকগঞ্জ :সিংগাইর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ডিলার আবু বকর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। অন্যদিকে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে ভিজিএফের আট বস্তা চাল আটক করেছে পুলিশ।

বিরামপুর :বিরামপুরে ছয় বস্তা চাল আত্মসাতের অভিযোগে সুলতান মাহমুদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা বাজার থেকে চালসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক সুলতান মাহমুদ চালের ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার।

মিরসরাই (চট্টগ্রাম) :মিরসরাইয়ে ওএমএসের চাল দোকানে বিক্রির অভিযোগে ভাস্কর দাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চৈতন্যের হাট জননী স্টোর থেকে তাকে আটক করা হয়। এর আগে চাল ক্রেতার বাড়ি থেকে সরকারি খাদ্য গুদামের সিল দেওয়া ৫০ কেজি ওজনের এক বস্তা চাল উদ্ধার করেন ইউএনও।

কটিয়াদী (কিশোরগঞ্জ) :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রোববার রাতে এসিল্যান্ড ও পুলিশের যৌথ অভিযানে ওএমএস ডিলার নিখিল সাহা ও নাসির নামে দু'জনকে চার বস্তা চালসহ আটক করা হয়।

বরিশাল :বরিশালে হতদরিদ্রদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণে নয়ছয় করার অভিযোগ পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় অপ্রতুল খাদ্য সহায়তা ও বিতরণে স্বজনপ্রীতির বিরুদ্ধে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে গতকাল বিক্ষোভের চেষ্টা করেন বঞ্চিত হতদরিদ্ররা। 

অন্যদিকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্যের বরাঙ্ঘ করা খাদ্য সহায়তার ব্যাগে থাকা সব সামগ্রী হতদরিদ্রদের মধ্যে পৌঁছেনি বলে অভিযোগ রয়েছে। এদিকে জেলেদের প্রণোদনার চাল কম দেওয়ার অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধে কাজীরহাট থানায় জিডি করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।

খুলনা :সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম মনিটরের জন্য খুলনা মহানগরীতে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারজন করে কর্মকর্তার সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়েছে। এসব টিম মহানগরীর ৩১ ওয়ার্ডে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম মনিটর করবেন।