- বাংলাদেশ
- দেশে করোনাআক্রান্ত ডাক্তারের সংখ্যা ২০০ ছাড়াল
দেশে করোনাআক্রান্ত ডাক্তারের সংখ্যা ২০০ ছাড়াল

প্রতীকী ছবি
দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া ডাক্তারের সংখ্যা দুইশ' ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
মঙ্গলবার সংগঠনটি জানায়, দেশে যত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে চিকিৎসক ১৩ শতাংশ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্ত ১৫ শতাংশের বেশি। এই হার সারা বিশ্বে সর্বোচ্চ। ইতালিতে এই হার ৮ দশমিক ৭ শতাংশ এবং যুক্তরাজ্যে ১১ শতাংশ।
বিডিএফের তথ্যানুযায়ী, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৬৮ জন। এর মধ্যে মিটফোর্ড হাসপাতালে সর্বোচ্চ ২৫ জন। ঢাকা বিভাগে আক্রান্ত হওয়া চিকিৎসকদের মধ্যে সরকারি হাসপাতালে ১১৭, বেসরকারি হাসপাতালে ৩৫, সম্মিলিত সামরিক হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আটজন করে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে আট, চট্টগ্রামে সাত, বরিশালে ছয় এবং রংপুর ও খুলনা বিভাগে তিনজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
মন্তব্য করুন