- বাংলাদেশ
- দিল্লি থেকে বাংলাদেশিদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট
দিল্লি থেকে বাংলাদেশিদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

প্রতীকী ছবি
লকডাউনের কারণে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন বুধবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
এই ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনা যাবে উল্লেখ করে তিনি জানান, এই ফ্লাইটের ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন। ২১ এপ্রিল অপরাহ্ন থেকে ২৩ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে এই ফ্লাইটের টিকিট কেনা যাবে।
মন্তব্য করুন