- বাংলাদেশ
- দিল্লিতে তাবলিগে আটকেপড়া বাংলাদেশিদের নিবন্ধন করার আহ্বান
দিল্লিতে তাবলিগে আটকেপড়া বাংলাদেশিদের নিবন্ধন করার আহ্বান

ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ থেকে যাওয়া তাবলিগ জামাতের মুসল্লিরা আটকা পড়েছেন। এই সংখ্যা ৩০০ জনেরও বেশি। এই জামাতে পুরুষ ও নারী রয়েছেন। তাদের বাংলাদেশে হাইকমিশনে যোগাযোগ করে নিবন্ধন করতে বলেছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি ও তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি।
এক বিবৃতিতে মাওলানা সাদ কান্ধলভী এ আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করতে মুনিরুজ্জামাননের +৮৮০১৬৭০০৭৭৩৭৭ ফোন নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।
আটকে পড়া বাংলাদেশিদের দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনছে সরকার। তাবলিগের যেসব সাথী আটকা পড়েছেন তাদের দ্রুত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের mission.newdelhi@mofa.gov.bd ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য বলা হয়েছে।
ঘরে তারাবি পড়ার আহ্বান
একই সঙ্গে বিবৃতিতে আসন্ন রমজানে মসজিদে না গিয়ে ঘরে বসে তারাবি নামাজ পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা মোহাম্মদ সাদ।করোনা মহামারীর মধ্যে সবার সুরক্ষার কথখা উল্লেখ করে তিনি এই আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে মাওলানা সাদ বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মসজিদে তারাবি নামাজ আদায় করা সম্ভব না হলে এই নামাজ ঘরে বসেই করা যাবে।
এছাড়া অনেকজনকে একসাথে না হওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন দেশের সরকার করোনাভাইরাস রুখতে যেসব বিধিনিষেধ দিয়েছে, সেগুলোও মেনে চলতে বলেছেন মাওলানা সাদ।
মন্তব্য করুন