- বাংলাদেশ
- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পুলিশ ব্যারাক লকডাউন
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পুলিশ ব্যারাক লকডাউন

ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত তিনজন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে সংক্রমণ ঠেকাতে সেখানকার একটি পুলিশ ব্যারাক লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭০ জন এপিবিএন সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার একজন এবং সোমবার দুজন এপিবিএন সদস্যের শরীরে পজেটিভ পাওয়া গেছে বলে জানা গেছে। তারা বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা সোমবার সমকালকে বলেন, গত শুক্রবার এখানকার এপিবিন এর একজন সদস্য অসুস্থ হলে তাকে পরীক্ষার পর পজেটিভ পাওয়া যায়। সেখানে থাকা আরও চারজনের মধ্যে রিপোর্টে দুইজনের পজেটিভ পাওয়া গেছে। সোমবার তাদের পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। গত এক সপ্তাহে তিনজন এপিবিএন সদস্য আক্রান্ত হলেন। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের ভেতরে থাকা দুটি পুলিশ ব্যারাকের মধ্যে একটি লকডাউন করা হয়েছে।
জানাগেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যান (বিচারপতি), দুইজন সদস্য (বিচারপতি), রেজিস্টার অফিস, এজলাস কক্ষ, হাজতখানা, অস্ত্রাগার, দুটি গেট, প্রসিকিউশন কার্যালয়সহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশের তিন সংস্থা। এরমধ্যে ডিএমপি পুলিশের ১২ জন, এসবির ৪১ জন ও এপিবিএনের ৭০ জন সদস্য বিভিন্ন শিফটে দায়িত্বে রয়েছেন।
মন্তব্য করুন